'তুমি অনন্যা ২০২২'-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল
পৃথাস কালেকশন ও সারাদিন বাংলা টিভি-র যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে তুমি অনন্যা ২০২২। সারা বাংলা ব্যাপী প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হবে তুমি অনন্যা ২০২২। এখানে অংশগ্রহণ করবে মডেল, মেকাপ আর্টিস্ট, জুয়েলারি ডিজাইনার। কলকাতা প্রেস ক্লাবে তুমি অনন্যা ২০২২-এর আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথাস কালেকশন-এর কর্ণধার শ্রীমতি শিবর্পিতা, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন-এর সভাপতি শ্রী সঞ্জীভ আচার্য , বিশিষ্ট অভিনেতা শুভ্রজিৎ দত্ত, বাচিক শিল্পী শ্রীমতি মল্লিকা ঘোষ, টিভির পর্দায় জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বোস, সারাদিন বাংলা টিভি-র কর্ণধার সুরজিৎ দত্ত।অভিনেতা ইন্দ্রজিৎ বোস জানালেন, খুব ভালো লাগছে এর পার্ট হতে পেরে। যেকোনও ভালো কিছুর পার্ট হতে পেরে তো ভালোই লাগে। সবাই খুব ভালো করুক। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল।